Bengali | Reported by Vishnu Som, Edited by Joydeep Sen | Tuesday December 24, 2019
গুয়াহাটি থেকে কলকাতাগামী গো-এয়াররের একটি বিমান ওড়ার ওড়ার দশ মিনিটের মধ্যেই রানওয়েতে ফিরলো। ইঞ্জিনের গোলযোগের কারণে সেই বিমানের লেজের অংশে আগুন ধরে গেছিলো।আতঙ্কিত যাত্রীদের থেকে এমন অভিযোগ পেয়েই ফের গুয়াহাটিতে অবতরণ করে এই বিমান। ডিজিসিএ'র তরফে জানা গেছে ১৩২ জন যাত্রী-সহ জি৮-৫৪৬ (G8-546) ওই বিমানকে নামতেই হতো। কারণ ইঞ্জিন বিকল হয়ে লেজের দিকে আগুন লাগার কারণে ইঞ্জিন থেকে বিকট আওয়াজ বেরোচ্ছিল ও অস্বাভাবিক ভাবে কাঁপছিলো বিমানটি।
www.ndtv.com/bengali