Bengali | Edited by Indrani Halder | Tuesday March 3, 2020
মারাত্মক করোনা ভাইরাসের আতঙ্কে যখন ভুগছে গোটা বিশ্ব ঠিক সেই সময় সকলকে হতবাক করে দিয়ে ওই মারণ ভাইরাসের (Coronavirus) নিরাময়ের দাওয়াই বাতলালেন অসমের (Assam) এক বিজেপি বিধায়ক। সুমন হরিপ্রিয়া নামের ওই বিধায়ক বলেন "গোমূত্র" এবং "গোবর" করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। এখানেই শেষ নয়, অসম বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই দাবিও করলেন যে, গোমূত্র (Gaumutra) এবং গোবর (Gobar) ক্যান্সারের মতো মারাত্মক রোগ নিরাময়েও সহায়ক ভূমিকা নেয়।
www.ndtv.com/bengali