Bengali | Edited by Indrani Halder | Saturday February 22, 2020
মাটির নিচে থরে থরে রয়েছে সোনা, হলুদ ধাতুর ওই সম্ভার (Gold Deposits) দেখে আপনারও মাথা খারাপ হয়ে যেতে পারে। এমনিতেই ভারতের ভূগর্ভে সম্পদের ভাঁড়ার আছে বলে প্রচলিত একটি কথা আছে। আর সেই প্রচলিত কথাকেই আরও একবার সত্যি প্রমাণ করল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রায় এক দশক ধরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সোনভদ্র (Sonbhadra) এলাকায় সোনার খনির সন্ধানে খোঁড়াখুঁড়ি চালাচ্ছিল জিএসআই, অবশেষে মিলল সাফল্য, মাটি খুঁড়ে পাওয়া গেল ৩,৫০০ টন সোনা। খুব তাড়াতাড়ি ই-টেন্ডারিংয়ের মাধ্যমে এই সোনার খনির (Gold Mine) নিলাম শুরু করা হবে জানিয়েছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক আধিকারিক।
www.ndtv.com/bengali