Bengali | NDTV | Sunday July 1, 2018
শুধু অর্থমন্ত্রী নন খোদ প্রধানমন্ত্রীও টুইট বার্তায় জিএসটির সাফল্যের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ' দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। জিএসটি কেন্দ্র- রাজ্য সমন্বয়ের একটি উজ্জ্বল উদাহরণ। জিএসটির মাধ্যমে 'টিম ইন্ডিয়া'র মতো এক হয়ে কাজ করার মানসিকতা তৈরি হয়েছে। এর ফলে ব্যবসা করা, আগের থেকে অনেক সহজ হয়েছে। সরল হয়েছে কর ব্যবস্থা। এসেছে স্বছতাও। '
www.ndtv.com/bengali