Bengali | Edited by Deepshikha Ghosh | Monday July 15, 2019
বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রার মেয়ে সাক্ষী মিশ্রার (Sakshi Misra) ঘটনায় নয়া মোড়। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের বিধায়ক বাবার বিরুদ্ধেই অভিযোগ আনেন সাক্ষী। ভিনজাতে বিয়ে (Dalit Marriage) করার জন্যে তাঁর বাবা ওই বিয়ে তো মানছেনই না, উল্টে তাঁর ও তাঁর স্বামীর পরিবারের প্রাণনাশের ভয় দেখাচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh০ বিজেপি বিধায়কের মেয়ে (MLA's daughter)। এই প্রসঙ্গেই রবিবার বেশ কয়েকটি ট্যুইট করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা গোপাল ভার্গবকে (Gopal Bhargava)। তিনি বলেন এই ধরণের ঘটনা মহিলা ভ্রূণ হত্যা ও লিঙ্গ অনুপাতে বৈষম্য বৃদ্ধি ঘটাবে।“আমি মনে করি এই ধরণের সংবাদ মহিলা ভ্রূণ হত্যায় উৎসাহ যোগাবে এবং লিঙ্গ অনুপাতের বৈষম্য বৃদ্ধি ঘটাবে, যা সোশ্যাল মিডিয়ার সমীক্ষাগুলিতে উঠে আসতে দেখা গেছে। এর ফলে নার্সিং হোম ও প্রাইভেট হাসপাতালগুলিতে বেআইনি গর্ভপাতের সংখ্যা বাড়বে”, হিন্দিতে ট্যুইট করেন গোপাল ভরদ্বাজ।
www.ndtv.com/bengali