Bengali | Edited by Indrani Halder | Wednesday December 11, 2019
রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল (Bengal Governor) জগদীপ ধনখড়ের দ্বন্দ্ব ক্রমশ বেড়েই চলেছে। "সরকার গরুর গাড়ির গতিতে কাজ করছে", রাজ্য সরকারের (Bengal Government) কাজ নিয়ে এবার এই মন্তব্যই করে বসলেন রাজ্যপাল। বিধানসভার অধিবেশনে তৃণমূল বিধায়করা রাজ্যপালের বিরুদ্ধে বিলে সম্মতি জানাতে দেরী করার অভিযোগ করলে তাঁর পাল্টা জবাবও দেন ধনখড়। তিনি (Jagdeep Dhankar) বিধানসভার অধ্যক্ষের কাছে সংবিধানের ১৭৫ (২) অনুচ্ছেদ উল্লেখ করে জানতে চান যে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি নিয়ে কেন্দ্রের পৃথক আইন থাকা সত্ত্বেও কেন রাজ্য সরকার নয়া আইন করছে ? বিল নিয়ে তাঁর দীর্ঘসূত্রিতার যে অভিযোগ রাজ্যের শাসকদল করেছে সে বিষয়ে রাজ্যপালের সাফ যুক্তি, তিনি এই বিষয়ে সরকারের কাছে জানতে চাইলে কোনও জবাব মেলেনি, আর সেই কারণেই ওই বিলে এখনও সম্মতি দেননি তিনি।
www.ndtv.com/bengali