Bengali | NDTV | Tuesday October 30, 2018
সে কথা মাথায় রেখেই এই বাজি তৈরি হয়েছে। উৎপাদন খরচ 30 শতাংশ কমে আসায় বাজির দামও কম হবে। সমস্যা একটাই আর এক সপ্তাহ বাদেই দীপাবলি তার মধ্যে চাহিদা মতো বাজি পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছে দীপাবলির দিন রাত 8- 10 টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। কিন্তু পরিবেশ বান্ধব বাজি মিলবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
www.ndtv.com/bengali