Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday February 18, 2020
সন্ত্রাসবিরোধী আর্থিক সংস্থা এফএটিএফের (FATF) কালো তালিকা এড়িয়ে ‘ধূসর তালিকা’ (Grey List)তেই থাকল পাকিস্তান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কালো তালিকাভুক্ত হওয়া এড়িয়েছে ইসলামাবাদ, সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার চেষ্টা চালায় নয়াদিল্লি, এমনকী, ধূসর তালিকাও এড়ানোর চেষ্টা করে ইসলামাবাদ। একটি অভ্যন্তরীণ রিপোর্টে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা (International Monetary Fund) জানিয়েছে, প্যারিসের আর্থিক টাস্ক ফোর্সের (Financial Action Task Force) দ্বারা নিষিদ্ধ হওয়ার ফলে, পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার ধাক্কা খাবে। এই পদক্ষেপ বিনিয়োগ এবং অন্যান্য পুঁজি আসার ক্ষেত্রে প্রভাব পড়বে, এবং তারসঙ্গে প্রভাব পড়বে আইএমএফ এর আর্থিক জোগানেও।
www.ndtv.com/bengali