Bengali | Edited by Indrani Halder | Thursday December 5, 2019
সবেমাত্র ১০৬ দিন জেলে বন্দিদশা কাটিয়ে বুধবার জামিনে মুক্তি পেয়েছেন পি চিদাম্বরম। বৃহস্পতিবার সকাল থেকেই পুরোদস্তুর রাজনীতির মঞ্চে নেমে পড়লেন তিনি। একটি সাংবাদিক সম্মেলন করে দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি (P Chidambaram) বলেন, "সরকার ভুল করছে। এটা পুরো ভুল। আমি ফের বলছি, সরকার ভুল করছে এবং তাঁরা ভুল করছে কারণ তাঁরা পূর্বাভাসগুলিকে পাত্তা দিচ্ছে না"।
www.ndtv.com/bengali