Bengali | Edited by Indrani Halder | Friday June 5, 2020
৮ জুন থেকে দেশে সমস্ত অফিস খোলার ব্যাপারে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। তবে কর্মসংস্কৃতি চালু করার পথে হাঁটলেও সমস্ত দফতরেই মেনে চলতে হবে করোনা (Coronavirus Outbreak) সতর্কতায় জারি নির্দেশিকা (Guidelines for office Reopen), স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নির্দেশ অনুসারে, কোনও অফিসের কর্মী যদি কোভিড -১৯ এর কনটেইনমেন্ট জোনে বাস করেন, তবে তাঁর এলাকাকে যতদিন না পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রক সংক্রমণ মুক্ত বলে ঘোষণা করছে ততদিন পর্যন্ত তাঁকে বাড়ি থেকেই কাজ (Work From Home) করার অনুমতি দেওয়া উচিত।
www.ndtv.com/bengali