Bengali | Edited by Madhurima Dutta | Saturday November 23, 2019
বিরোধী কংগ্রেস যদিও এই বিষয়টিকে বিজেপি সরকারের বিশ্ববিদ্যালয় গ্রন্থ নির্মাণ বোর্ডের (ইউজিএনবি) গৈরিকীকরণের প্রয়াস বলেই মনে করছে। কংগ্রেস আরও জানিয়েছে যে, গোধরার ট্রেন পোড়ানোর ঘটনায় আদালতের রায়কে ‘ঘুরিয়ে' দেওয়ার জন্য তারা লেখকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করবেন। ‘গুজরাট নি রাজকিয়া গাথা' (Political Saga of Gujarat) নামের এই বইটি ২০১৮ সালের ডিসেম্বরে প্রকাশিত হয় এবং বইটির সম্পাদনা করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ এবং বোর্ডের বর্তমান ভাইস-চেয়ারপার্সন ভাবনাবেন দাভে।
www.ndtv.com/bengali