Bengali | Rajit Das | Friday August 16, 2019
‘গুনামি বাবা' (Gumnami Baba)। বৃহস্পতিবারই ঘটা করে প্রকাশিত হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত নতুন এই সিনেমার টিজার। যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। ‘গুমনামি বাবা' (Gumnami Baba) সিনেমার টিজারের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) জীবনী ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে বলে অভিযোগ তুলে ওই সিনেমা বন্ধের দাবিতে সিনেমার প্রযোজকের (producer) কাছে আইনি নোটিশ (legal notice) পাঠালেন বেলগাছিয়ার বাসিন্দা দেবব্রত রায় (Debabrata Roy)। দেড় মিনিটের প্রকাশিত টিজারে দেখা যাচ্ছে, গুমনামি বাবা (Gumnami Baba) আসলে নেতাজি (Netaji Subhash Chandra Bose)- এই বলে কয়েকটি চরিত্র আলোচনা করছে। যা সত্যের অপলাপ বলে মনে করেন দেবব্রত রায়। নোটিসে বলা হয়েছে, প্রজেক্টটি বন্ধ করা না হলে নেতাজিকে অপমানের বিষয়টি আইনি (legal) পথেই মোকাবিলা করা হবে।
www.ndtv.com/bengali