Bengali | Edited by Indrani Halder | Saturday March 21, 2020
ইতিমধ্যেই ভারতে ২৩০ জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। বাড়ছে আরও আক্রান্ত (Coronavirus Outbreak) হওয়ার আশঙ্কা। কিন্তু দেশে এই মহামারী রুখতে সক্রিয় হয়েছে। মানুষজনকে মাস্ক (Mask) এবং হ্যান্ড স্যানিটাইজার (Hand Sanitizer) ব্যবহারের পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু করোনার বাড়বাড়ন্তের সুযোগে একদল অসাধু ব্যবসায়ী ওই দুটি জিনিস অত্যন্ত চড়া দামে বিক্রি করছে বলে অভিযোগ। লাগাতার এই অভিযোগ পেয়ে আসরে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান (Ram Vilas Paswan)। স্যানিটাইজার এবং মাস্ক এই দুই পণ্যের দামও বেঁধে দিলেন তিনি। এদিকে আগামী রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফুর ডাক দিয়েছেন মোদি।
www.ndtv.com/bengali