Bengali | Biren Bhattacharya | Sunday August 18, 2019
জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদির নামে, এমএনইউ করা উচিত, বলে মন্তব্য করলেন বিজেপি সাংসদ হংস রাজ হান্স (Hans Raj Hans)। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে “এক সাম, শহিদ কে নাম” বা “শহিদ স্মরণে এক সন্ধ্যা” নামে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পশ্চিম দিল্লির এই বিজেপি সাংসদ। সেখানেই জম্মু ও কাশ্মীর নিয়ে কথা বলতে গিয়ে নেহেরু-গান্ধি পরিবারের বিরুদ্ধে আক্রমণ শানান হংসরাজ হান্স (Hans Raj Hans)। তিনি বলেন, “আমাদের পূর্বসূরীদের ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদের”। তাঁর কথায়, “প্রার্থনা করি, আমরা সকলে যেন শান্তিতে থাকতে পারি এবং কোনও বোমা বিস্ফোরণ না হয়। আমি বলব, জেএনইউ-এর নাম পরিবর্তন করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করে তা এমএনইউ (MNU) করা উচিত”
www.ndtv.com/bengali