Bengali | Edited by Indrani Halder | Monday October 28, 2019
এক মুহূর্তেই যেন আনন্দ বদলে গেল নিরানন্দে। যে বাড়িটি দীপাবলি উপলক্ষে আলোর রোশনাইয়ে ঝলমল করছিল, পরিবারের ছোট্ট সদস্যটির মর্মান্তিক মৃত্যুতে সেই বাড়িতেই নেমে এল ঘন অন্ধকার। দক্ষিণ কলকাতার হরিদেবপুর (Haridevpur) এলাকার কালীপুজো উপলক্ষে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাজি ফাটাচ্ছিল একটি বছর পাঁচেকের শিশুও। পুলিশ জানিয়েছে, নিজের বাড়িতে বাজি পোড়ানোর সময় হঠাৎই এক দুর্ঘটনায় অকালেই প্রাণ হারাতে হয় তাঁকে (five-year-old boy died)। বাজি পোড়ানোর সময় হঠাৎই স্থানীয় অঞ্চল থেকে কেনা একটি তুবড়ি ফেটে গেলে (Firework explosion) ওই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। আদি দাস নামে বছর পাঁচেকের ছেলেটির গলায় গিয়ে লাগে ওই ফেটে যাওয়া তুবড়ির একটি অংশ। আর সঙ্গে সঙ্গেই তাঁর গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। অজ্ঞান হয়ে যায় শিশুটি।
www.ndtv.com/bengali