Bengali | Edited by Indrani Halder | Wednesday March 4, 2020
"সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস নেই", সিএএ বিক্ষোভকারী হর্ষ মান্দেরের (Harsh Mander) বক্তব্যের প্রতিলিপি চাইলেন দেশের প্রধান বিচারপতি (Supreme Court) এস এ বোবদে (SA Bobde)। অথচ এই হর্ষ মান্দেরই বিজেপি নেতাদের বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাফ জানান যতক্ষণ না পর্যন্ত শীর্ষ আদালত তথা দেশের বিচারব্যবস্থার বিরুদ্ধে ওই সমাজকর্মীর করা অবমাননাকর মন্তব্যের প্রতিলিপি খতিয়ে দেখছে, ততক্ষণ পর্যন্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে করা মামলার শুনানি শুরু হবে না। গত সপ্তাহে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে সংঘর্ষ বাঁধে, পরে সেই সংঘর্ষ ভয়ঙ্কর হিংসা পরিস্থিতির রূপ নেয়। দিল্লির ওই অশান্তির জেরে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে দিল্লির সাধারণ মানুষ।
www.ndtv.com/bengali