Bengali | Edited by Indrani Halder | Thursday March 5, 2020
তথ্য জানার অধিকার আইন থেকে যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এল। একটি আরটিআইয়ে জানা গেছে, বিজেপি তথা কেন্দ্রের মোদি সরকার যতই নাগরিকত্বের প্রমাণ নিয়ে গলা ফাটাক না কেন খোদ বিজেপি নেতা তথা হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরেরই নিজের ভারতীয় নাগরিকত্বের (Citizenship) প্রমাণে প্রয়োজনীয় নথিপত্র নেই। এমনকী নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না হরিয়ানার (Haryana) রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য ও সে রাজ্যের মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীও। ২০ শে জানুয়ারি, পানিপথের এক কর্মী পি পি কাপুর হরিয়ানার মুখ্যমন্ত্রী (Manohar Lal Khattar), রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য ও রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের নাগরিকত্বের প্রমাণ সম্পর্কে বিশদ তথ্য জানতে চেয়ে একটি আরটিআই দায়ের করেছিলেন। সেই আরটিআইয়ের জবাব পেয়ে তো তিনিও অবাক হয়ে গেছেন।
www.ndtv.com/bengali