Bengali | NDTV | Tuesday December 25, 2018
২০১৭ সালের মার্চ মাসে রাজ্যসভার এক বিজেপি সাংসদ হ্যাভলক দ্বীপের নাম বদলের সুপারিশ করেন। হ্যাভল ছিলেন ব্রিটিশ সেনা বাহিনীর জেনারেল। তিনি ভারতীয়দের বিরুদ্ধে লড়াই করছেন। তাই দ্বীপের নামে হ্যাভলক রাখা লজ্জাজনক বলে মনে হয়েছিল তাঁর। এরপরই শুরু হয় প্রক্রিয়া।
www.ndtv.com/bengali