Bengali | NDTV | Tuesday October 16, 2018
এক ওভারে ছটি ছয় বিশ্ব ক্রিকেটে হয়েছে কিন্ত আফগানিস্তানে এই প্রথম। আর এই ছয়ে ছক্কার সাহায্যে 12 বলে অর্ধ শতরান করলেন হারজাতুল্লাহ গত রবিবার বালাখ লেজেন্ড এবং কাবুল জাওয়ানের মধ্যে ম্যাচ হয়। প্রথমে বালাখ লেজেন্ড করে 244 রান। এর মধ্যে ক্রিস গেইল 48 বলে 80 রান করেছেন।
www.ndtv.com/bengali