Bengali | Press Trust of India | Thursday July 11, 2019
উত্তরবঙ্গে (north Bengal) ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy to very heavy rain) আশঙ্কা। রবিবার উত্তরবঙ্গের হিমালয় পার্শ্ববর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Forecast) দিয়ে সেখানকার মানুষদের সতর্ক করল আবহাওয়া দফতর (Met department)। সরকারী সূত্র মারফৎ খবর, এমনিতেই মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টিপাতের কারণে দার্জিলিং জেলার বেশ কয়েকটি স্থানে ধস নেমেছে। এর জেরে পাহাড়ে যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।এরপরেও আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিত চলছে নাগাড়ে বৃষ্টি।
www.ndtv.com/bengali