Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday December 24, 2019
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে বিজেপিকে কুপোকাত করতে, তিনটে বিষয়ের উপর জোর প্রচার এবং রণকৌশলের আমূল পরিবর্তন হেমন্ত সোরেনকে সাহায্য করেছে। পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল আর টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিআইএসেস)-এর ক্রিয়েটিভ প্রচার অনুঘটক হিসেবে কাজ করেছে। এই দুটি প্রতিষ্ঠান গবেষণা করে ১০টি এজেন্ডা তুলে ধরেছিল। যার উপর ভর করে দু মাসের পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত করেছিল জেএমএম। গত ১৯ অক্টোবর রাঁচিতে যার সমাপ্তি টানা হয়। যে তিনটে বিষয়ে প্রচারে জোর দেওয়া হয়েছিল: 'স্থানীয় সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান', 'আদিবাসী সম্প্রদায়ের বাইরে হেমন্ত সোরেনকে গ্রহণযোগ্য করে তোলা' আর 'অহংকারী মুখ্যমন্ত্রী রঘুবর দাসের, হেমন্ত সরেনের প্রতি নিচু মনোভাব।'
পাশাপাশি যে ১০টি এজেন্ডা সামনে আনা হয়েছিল:
www.ndtv.com/bengali