Bengali | Edited by Biren Bhattacharya | Saturday September 14, 2019
শনিবার হিন্দি দিবসের (Hindi Diwas) ভাষণে, হিন্দিকে জাতীয় ভাষাকে হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক এদিনই কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, সমস্ত মানুষের উচিত, সব ভাষা এবং সংস্কৃতিকে সম্মান করা, তবে তা মাতৃভাষার মূল্যে নয়। এদিনই, ভাষণে দেশের জন্য একটি ভাষা চালু করার দাবি তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পাশাপাশি তিনি বলেন, হিন্দিই হল সেই ভাষা, যা গোটা দেশকে একত্রিত করতে পারবে।
www.ndtv.com/bengali