Bengali | Written by Monideepa Banerjie, Edited by Biswadip Dey | Tuesday January 21, 2020
খ্রিস্টানরা এর আগেও সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কিন্তু সোমবারই কলকাতায় (Kolkata) প্রথম খ্রিস্ট ধর্মের যাজকদের দেখা গিয়েছে যাজকদের পোশাক পরে সিএএ-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে (Christian Priests Protest Citizenship Act)। তাঁদের দাবি, যেভাবে মুসলিমদের সংশোধিত নাগরিকত্ব আইন থেকে বাদ দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে সেভাবে খ্রিস্টানদেরও বাদ দেওয়া হতে পারে। ক্যানিংয়ের নৃত্যরত যাজকরাই ছিলেন এদিনের মিছিলের সেরা আকর্ষণ। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় গান্ধি মূর্তির পাদদেশে। রেভারেন্ড শ্যামল প্রামানিক এদিন নৃত্যরত অবস্থায় বলেন, ‘‘আমরা যিশুর সন্তান। আমরা রাস্তায় নেমে এসেছি তাঁর কথা বলব বলে।’’
www.ndtv.com/bengali