Bengali | Edited by Indrani Halder | Friday February 21, 2020
হিন্দু ধর্ম (Hinduism) কখনও কারও মুখের উপর দরজা বন্ধ করতে শেখায় না, বরং একাত্মতায় বিশ্বাস করে হিন্দুধর্ম, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "ধর্ম সংস্কৃতি, ধর্ম ঐক্য, ধর্ম প্রেম, ধর্মই গরিবদের শক্তিশালী করে তোলে, হিন্দু ধর্ম কারও ক্ষেত্রে দরজা বন্ধ করে দেয় না", ভারত সেবাশ্রম আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে একথাই বললেন তিনি (Mamata Banerjee)। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার"। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত ওই ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ধর্মের ভেদাভেদের ওপর উঠে মানবতার জয়গান গাওয়ার বার্তা দেন। তৃণমূল (TMC) নেত্রী বলেন বলেন, 'হিন্দু ধর্মে সকলের জন্যই দরজা খোলা। সেখানে কারোর জন্যই দরজা বন্ধ করে দেওয়া হয় না। স্বামীজী বলেছেন, একতাই শক্তি। আমরা ঐক্যবদ্ধ ভাবে ভারতকে দেখতেই বেশি ভালোবাসি"।
www.ndtv.com/bengali