Bengali | Madhurima Dutta | Friday October 19, 2018
নেতাজি ইংরেজদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার কাজে দুর্গা পুজোর প্রাঙ্গণকে বেছে নিলেন। বিভিন্ন বারোয়ারি পুজোর কাজে নিজেকে যুক্ত করেন তিনি। দক্ষিণ কলকাতার আদি লেক পল্লীর পুজো, মধ্য কলকাতার ৪৭ পল্লীর পুজো, উত্তর কলকাতার বাগবাজার, কুমারটুলি, সিমলা ব্যায়াম সমিতি- এই বারোয়ারি পুজোগুলির সাথে সুভাষচন্দ্র বিভিন্ন সময় যুক্ত ছিলেন। স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সিমলা ব্যায়াম সমিতির পুজোয় প্রতিমাকে তখন খাদি বস্ত্র পরানো হতো। সেই সময়ে পুজো কেন্দ্র করে লাঠিখেলার মতো প্রদর্শনী চালু হয়। যা আদতে বিপ্লবীদের অনুশীলনেরই অঙ্গ ছিল। সেই প্রথা মেনে আজও বাগবাজারে অষ্টমীর দিন বীরাষ্টমী পালন হয়।
www.ndtv.com/bengali