Bengali | Edited by Rajit Das | Monday August 12, 2019
পাকিস্তানের (Pakistan) প্রাক্তন রাষ্ট্রদূত আবদুল বসিতের (Abdul Basit) দাবি ওড়ালেন লেখিকা শোভা দে (Shobhaa De)। এক সাক্ষাৎকারে বসিত জানান, ২০১৬ সালে কাশ্মীর ইস্যুতে একটি নিবন্ধ লেখার বিষয়ে তিনি শোভা দে'কে (Shobhaa De) প্রভাবিত করেছিলেন। বসিতের এই দাবি খণ্ডণ করেন ভারতীয় লেখিকা। বসিত জানিয়েছেন, হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানিকে (Hizbul Mujahideen terrorist Burhan Wani) গুলি করে হত্যা করার পরে শোভা দে (Shobhaa De) জম্মু-কাশ্মীরে "মতামতের পক্ষে ছিলেন"। জবাবে লেখিকা বলেন, ২০১৯সালের জানুয়ারিতে জয়পুর সাহিত্য উৎসব চলাকালীন প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিতের (Abdul Basit) সঙ্গে অল্প সময়ের জন্য তাঁর একবারই সাক্ষাৎ হয়েছিল। তবে তাঁকে ওই স্থান ছাড়তে বলা হয়।
www.ndtv.com/bengali