Bengali | NDTV | Tuesday March 19, 2019
ভারতে বাবরি মসজিদ ধ্বসের পরে পাকিস্তানে অনেক হিন্দু মন্দিরও ধ্বংস করা হয়, যার মধ্যে একটি ছিল প্রহ্লাদপুরী মন্দির। কিন্তু এখন এই মন্দিরটিতে থাকা নরসিংহের মূর্তিটি হরিদ্বারে আছে। বাবা নারায়ণ দাস বাত্রা মূর্তিটি ভারতে নিয়ে আসেন। নারায়ণ দাস একজন বিখ্যাত সন্ন্যাসী, যিনি বহু বিদ্যালয় ও কলেজ নির্মাণ করেছেন। সমাজের উন্নয়নের কাজ করার জন্য ২০১৮ সালে পদ্মশ্রী পান তিনি।
www.ndtv.com/bengali