Bengali | Edited by Indrani Halder | Tuesday April 28, 2020
যাঁদের শরীরে সবেমাত্র করোনার (Coronavirus Pandemic) উপসর্গ দেখা দিয়েছে এবং সেই উপসর্গ যদি খুবই সামান্য হয় তবে তাঁদের নিজেদের বাড়িতেই (Home Isolation) পরিবারের অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা ভাইরাসের (Coronavirus in India) সংক্রমণ রোধে হোম কোয়ারান্টাইন বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে তারা। স্বাস্থ্যমন্ত্রক বলছে, যাদের করোনা সংক্রমণের খুব সামান্য লক্ষণ রয়েছে তারা আসলে "প্রি-সিমটোম্যাটিক" বা "প্রাক-লক্ষণ যুক্ত"।
www.ndtv.com/bengali