Bengali | Edited by Indrani Halder | Tuesday March 31, 2020
এখন আর শুধু কথায় বিশ্বাস নেই মশাই, আপনাকে সরকারের তরফ থেকে কোয়ারান্টাইনড বা সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার পরামর্শ দেওয়া হল আর আপনি মুখে-মুখে বললেন কোয়ারান্টাইনে আছেন, উঁহু, এবার আর ওসবে চলবে না। করোনা সংক্রমণ (Coronavirus India) রুখতে এবার রীতিমতো কড়া পদক্ষেপ করল কর্নাটক সরকার (Karnataka Government)। এবার থেকে করোনা আক্রান্ত সন্দেহে হোম কোয়ারান্টিনে থাকা সন্দেহজনক রোগীদের বিষয়ে খোঁজখবর রাখার জন্যে ওই রাজ্যের সরকারের রাজস্ব বিভাগ একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন 'কোয়ারান্টাইন ওয়াচ' চালু করল। যাঁরা বর্তমানে নিজের বাড়িতে কোয়ারান্টাইন (Karnataka Home Quarantine) হয়ে আছেন তাঁদের প্রতি ঘণ্টায়-ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে ওই অ্যাপের মাধ্য়মে।
www.ndtv.com/bengali