Bengali | Edited by Rajit Das | Tuesday August 13, 2019
বিনামবন্দরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভের জেরে কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রস্থান বিমান ও হংকংয়ের উদ্দেশ্যে আগত বিমান ছাড়া সব উড়ান বাতিল করা হয়েছে। প্রত্যর্পণ বিলের প্রতিবাদ করে বিক্ষোভকারীরা গত কয়েকদিন ধরেই বিমানবন্দরে (Hong Kong airport) জড়ো হচ্ছিল। সোমবার থেকে টানা তিন দিন সেখানে থাকার তারা পরিকল্পনা করে। এই আন্দোলনের জেরে হংকংয়ের প্রধান বিমান সংস্থা ক্যাথে প্যাসিফিকের শেয়ার মূল্যের রেকর্ড পতন হয়েছে।
www.ndtv.com/bengali