Bengali | Edited by Indrani Halder | Monday June 8, 2020
করোনা ভাইরাসকে রুখতে গত প্রায় দু'মাস ধরে লকডাউন চলার পর এবার ধীরে ধীরে স্বাভাবিকের জীবনে (Unlock 1) ফেরার চেষ্টা করছে ভারত। সব কিছু বন্ধ রেখেও সেভাবে এড়ানো যায়নি করোনা (Coronavirus) সংক্রমণ, এবার তাই ওই মারণ ভাইরাসের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধ। অর্থাৎ আজ (৮ জুন) থেকেই দেশের মোটামুটি সমস্ত অফিস, শপিং মল (Malls Reopen Today), রেস্তোরাঁ, ধর্মীয় স্থানগুলো খুলে যাচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই জনসমাগম বাড়বে আর সেই সঙ্গে বাড়বে কোভিড- ১৯ আরও বেশি করে ছড়িয়ে পড়ার আশঙ্কা। তাই সতর্ক থাকতে হবে প্রত্যেককেই। ধর্মীয় স্থানগুলোতে (Religious Places Reopens Today) প্রসাদ বিতরণ বন্ধ রাখা হচ্ছে। শপিং মল, রেস্তোরাঁগুলোতে একসঙ্গে যাতে বেশি মানুষ প্রবেশ করতে না পারেন তাই চালু করা হচ্ছে টোকেন সিস্টেম। এছাড়া সরকারি-বেসরকারি সমস্ত অফিসেই জারি করোনা সতর্কতা, মেনে চলতে হবে কড়া নির্দেশিকা (MHA SOP Unlock 1)। এদিকে রবিবারই এই নিয়ে দেশে টানা পঞ্চম দিন করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ৯,০০০ এরও বেশি হল। শুধু তাই নয়, রবিবারই দেশে ২৪ ঘণ্টার মধ্যে ১০,০০০ এরও বেশি মানুষ ওই রোগে আক্রান্ত হয়েছেন। ফলে এই অবস্থায় করোনার সঙ্গে লড়তে গেলে যেটা সবচেয়ে আগে প্রয়োজন তা হল, দেশের মানুষের সতর্কতা অবলম্বন করা।
www.ndtv.com/bengali