Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday May 5, 2020
জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে (Mehbooba Mufti) গত বছরের ৫ অগস্ট থেকে গৃহবন্দি করা রাখা হয়েছে জন সুরক্ষা আইনে (Public Safety Act), মুক্তি পাওয়ার আগে আরও তিনমাস একইভাবে কাটাতে হবে তাঁকে। ফলে তাঁকে প্রায় ১ বছর গৃহবন্দি থাকতে হতে পারে, তারপরে পর্যালোচনা করা হতে পারে তাঁর গৃহবন্দি দশা নিয়ে।
www.ndtv.com/bengali