Bengali | Edited by Biswadip Dey | Monday February 3, 2020
সোমবার দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Election 2020) প্রচার করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেন। পাশাপাশি হুঁশিয়ার করে জানালেন, অরবিন্দ কেজরিওয়াল যদি ক্ষমতায় প্রত্যাবর্তন করে তাহলে দিল্লিতে অরাজকতা বিরাজ করবে। পূর্ব দিল্লির কর্করডুমায় নির্বাচনি সভায় এসে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ, আপনাদের বুলডোজারের সম্মুখীন হতে হচ্ছে না দিল্লির অবৈধ কলোনিগুলিকে নিয়ে কেন্দ্রের পদক্ষেপের কারণে। দিল্লিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে ওই কলোনিগুলির উন্নয়নের জন্য পদক্ষেপ করা হবে। দিল্লিকে বদলাতে ভোট দিন বিজেপিকে। কেননা বিজেপি ভারতের সমস্যার সমাধান করছে ও পুরনো সমস্যারও সমাধান করছে।’’
www.ndtv.com/bengali