Bengali | Biren Bhattacharya | Sunday September 22, 2019
আজ হাউডি মোদি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি---টেক্সাসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় ৫০,০০০ মানুষ, অনুষ্ঠানের আয়োজক টেক্সাস ইন্ডিয়া ফোরাম, মার্কিন মুলুকে সবচেয়ে বেশী বিদেশী নির্বাচিত নেতারা সবমেত হবেন এই অনুষ্ঠানে। শনিবার মার্কিন সফরে যাত্রা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে পৌঁছেই ট্যুইট করেন, “হাউডি হাউস্টন! হাউস্টনে ঝকঝকে বিকেল। আগামিকাল এই গতিশীল এবং শক্তির শহরে অনেক অনুষ্ঠানের দিকে তাকিয়ে”। একাধিক দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, শনিবার সন্ধ্যায় শক্তিসংস্থাগুলির সিইওদের সঙ্গে বৈঠক করেন তিনি। রাষ্ট্রসংঘে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও, তিনি সেখানে কাশ্মীর ইস্যু তুলতে পারেন বলে মনে করা হচ্ছে।
www.ndtv.com/bengali