Bengali | Edited by Indrani Halder | Thursday July 30, 2020
দিঘার (Digha) সমুদ্র থেকে ৭৮০ কেজি ওজনের এক বিশালাকায় মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। মাছটি (Shankar fish) একটি পূর্ণবয়স্ক হাতির বিশাল কানের মতো দেখতে। এর দৈর্ঘ্য ছিল ৮ ফুট এবং প্রস্থ ৫ ফুট। বিরাট (Giant Fish Bengal) মাছ ধরা পড়ার খবরে দিঘা উপকূলে করোনা আতঙ্ক ভুলে অসংখ্য মানুষ ভিড় করেন। দৈত্যাকার এই মাছটি, শেষপর্যন্ত ৫০,০০০ টাকায় বিক্রি হয়। জানা গেছে দিঘার (West Bengal) কাছে ওড়িশার উদয়পুর সৈকত থেকে ৮ কিলোমিটার ধূরে ওই মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। তাঁদের মতে, এই মাছটিই এখনও পর্যন্ত তাঁদের ধরা সবচেয়ে বড় আয়তনের মাছ।
www.ndtv.com/bengali