Bengali | Edited by Biswadip Dey | Sunday January 26, 2020
রবিবার প্রজাতন্ত্র দিবসে কলকাতায় বিভিন্ন সম্প্রদায় মিলে ১১ কিমি দীর্ঘ মানবশৃঙ্খল তৈরি করবে। উদ্যোক্তা ইউনাইটেড ইন্টারফেথ ফাউন্ডেশন ইন্ডিয়া তথা ইউআইএফআই জানিয়েছ, সংবিধানের ঐক্যের সমর্থন ও তার রক্ষার্থে এই শৃঙ্খল গঠিত হবে। উত্তরে শ্যামবাজার থেকে দক্ষিণে গোলপার্ক পর্যন্ত ১০ মিনিটের জন্য শৃঙ্খলটি রচিত হবে রবিবার দুপুরে। সংগঠনের সাধারণ সম্পাদক সতনাম আলুওয়ালিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রজাতন্ত্র দিবসের একটি মানবশৃঙ্খল তৈরি করার। আমরা বার্তা দিতে চাই হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন— আমরা সবাই এক। সকলে মিলে আমরা একত্রিত হব ভারতীয় নাগরিক হিসেবে। এবং আমাদের মধ্যে অনৈক্যের বীজ বপণ করতে অনুমতি দেব না আমরা।’’
www.ndtv.com/bengali