Bengali | Biswadip Dey | Tuesday September 3, 2019
অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ (West Bengal) মিলিয়ে ৪২৯ জন অভিযুক্ত মানব পাচারকারীর (Human Traffickers) মধ্যে গত ১০ বছরে শাস্তি হয়েছে কেবল ৩ জনের। চার্জশিট, এফআইআর ও জেনারেল ডায়রি মিলিয়ে ১৯৮টি কেস ঘেঁটে একটি নতুন সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সমীক্ষা করেছে। সেগুলি হল অন্ধ্রপ্রদেশের ‘হেল্প'-এর পাশাপাশি পশ্চিমবঙ্গের গরানবোস গ্রাম বিকাশ কেন্দ্র ও প্যাট (পার্টনারস ফর অ্যান্টি-ট্র্যাফিকিং)। এই সমীক্ষায় দেখা যাচ্ছে, ৬৮ জন মানব পাচারকারী জামিন পেয়ে গিয়েছে। ৫ জনের ক্ষেত্রে তদন্ত চলছে এক দশক হয়ে গেল। এছাড়াও দেখা গিয়েছে, ৪২৯ জন পাচারকারীর মধ্যে ৩১ জন বারবার এই কাজ করেছে। বেশির ভাগ ক্ষেত্রেই এদের লক্ষ্য শিশু ও কিশোর-কিশোরীরা।
www.ndtv.com/bengali