Bengali | Edited by Indrani Halder | Tuesday November 12, 2019
সোমবার সকালে হায়দরাবাদের কাছেগুদা রেলওয়ে স্টেশনের কাছে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের কয়েক ঘণ্টা পরে মিলল ওই দুর্ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ । ওই ফুটেজ (Video Footage) খতিয়ে দেখে মনে হয়েছে "গাফিলতির কারণে" ওই দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় (Hyderabad Train Accident) কমপক্ষে ১২ জন আহত হয়েছে। তবে দুটি ট্রেনের মধ্যে আটকে পড়া এক লোকো পাইলটকে ধ্বংসস্তূপ কেটে উদ্ধার করতে হয় উদ্ধারকারী দলকে।
www.ndtv.com/bengali