Bengali | Edited by Indrani Halder | Thursday June 4, 2020
করোনা ভাইরাসকে (Coronavirus) আটকাতে আগেই হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে সওয়াল করেছিল ভারত। এদেশে কোভিড আক্রান্তদের চিকিৎসায় ব্যবহারও করা হচ্ছিল ওই ম্যালেরিয়া বিরোধী ড্রাগটি (Coronavirus Drug)। এবার ওই ওষুধের (Hydroxychloroquine) ব্যবহারে সম্মতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। বুধবার 'হু'-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা ভাইরাসের (COVID -19) চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইন ক্লিনিকাল ট্রায়াল শুরু করা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেছেন, “করোনা ভাইরাসের মৃত্যু নিয়ে যে তথ্য আমাদের কাছে এসেছে তার ভিত্তিতে আমাদের এক্সিকিউটিভ গ্রুপ হাইড্রক্সিক্লোরোকুইন চালু করার কথা জানিয়েছে”।
www.ndtv.com/bengali