Bengali | Edited by Biren Bhattacharya | Thursday January 2, 2020
মহাকাশে ভারতের প্রথম মানব অভিযান (Mission to Space) নিয়ে NDTV এর সঙ্গে কথা বললেন ইসরো প্রধান কে সিভান (ISRO chief K Sivan), ২০২২-এর মধ্যেই সেটি করানোর ইচ্ছাপ্রকাশ করলেন তিনি, বললেন, এর নকশা তৈরি হয়ে গিয়েছে., এবং নিশ্চিত করে বলেন, ভারতীয় বায়ুসেনার চারজন পাইলটকে নির্বাচিত করা হয়েছে এই অভিযানের জন্য। ইতিমধ্যেই তাঁদের শারীরিক পরীক্ষাও হয়েছে এবং রাশিয়া ও ভারতে তাঁদের প্রশিক্ষণ হবে বলে জানান ইসরো প্রধান
www.ndtv.com/bengali