Bengali | Edited by Indrani Halder | Saturday March 7, 2020
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিনে রক্তাক্ত হয় জম্মু ও কাশ্মীর। ওই দিন পুলওয়ামায় যে জঙ্গি হামলা হয় তার দগদগে ক্ষত এখনও বর্তমান। ওই হামলার (Pulwama Attack) নেপথ্যে শুধু জঙ্গিরাই নয়, রয়েছে আরও বেশ কয়েকজন ষড়যন্ত্রকারী, এমন সন্দেহ বরাবরই ছিল ভারতীয় গোয়েন্দাদের। শুক্রবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেফতার করল ২ ব্যক্তিকে। জানা গেছে, পুলওয়ামায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কনভয়ের উপর হামলা করতে ব্যবহৃত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি (IED Bomb) তৈরির জন্যে অনলাইনে আমাজন (Amazon) থেকে রাসায়নিক কিনেছিল অভিযুক্তরা। গত বছর দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় হওয়া ওই জঙ্গি হামলায় শহিদ হন সিআরপিএফের ৪০ জন জওয়ান।
www.ndtv.com/bengali