Bengali | NDTV Education Team | Wednesday November 21, 2018
কাগজটির নাম হ্যালোক্রোমিক অর্থাৎ এটি অম্লতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে রঙ পরিবর্তন করে। গবেষকরা একটি প্রোটোটাইপ স্মার্ট ফোন-ভিত্তিক অ্যালগোরিদম তৈরি করেছেন, যার মধ্যে, দুধে ডুবানোর পরে সেন্সর রেখাচিত্রের রংগুলি ফোনের ক্যামেরায় ধরা পড়বে এবং তথ্যটি পিএইচ (অ্যাসিডিটি) রেঞ্জে রূপান্তরিত হয়ে যাবে।
www.ndtv.com/bengali