Bengali | Press Trust of India | Wednesday July 24, 2019
বয়স্ক মানুষদের সাহায্য করতে নতুন অ্যাপ বানাল আইআইটি খড়গপুরের ছাত্রছাত্রীরা। এই অ্যাপের সাহায্যে ওই বয়স্ক মানুষদের আপনজনের কাছে খবর চলে যাবে তাঁদের শরীর খারাপ হলে কিংবা তাঁরা কোনও সমস্যায় পড়লে। এই অ্যাপের নাম ‘কেয়ার ৪ ইউ’। অ্যান্ড্রয়েড-নির্ভর এই অ্যাপ সংযোগ গড়ে দেবে বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে তাঁদের আপনজনদের।
www.ndtv.com/bengali