Bengali | Press Trust of India | Wednesday July 17, 2019
দেশের যে কোনও প্রান্তে বসবাস করা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, এবং আন্তর্জাতিক আইন মেনে তাঁদের বিতাড়িত করা হবে, বুধবার রাজ্যসভায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অসমের মতো অন্যান্য রাজ্যেও জাতীয় নাগরিকপঞ্জী তালিকা(NRC)তৈরি করা হবে কিনা, সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি খানের প্রশ্নের উত্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। সুপ্রিম কোর্টের নজরদারিতে অসমের এনআরসি (NRC)আপডেট করা হচ্ছে, এবং ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। সংসদের উচ্চকক্ষে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “এটা খুব ভাল প্রশ্ন। অসমের বাসিন্দারা এনআরসি নিয়ে ঐক্যমত, এবং এটা ছিল নির্বাচনী ইস্তেহার(বিজেপি), আর ওপর ভিত্তি করেই ক্ষমতায় ফিরেছে সরকার। দেশের প্রত্যেকটি ইঞ্চিতে বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে সরকার এবং আন্তর্জাতিক আইন মেনে তাঁদের বিতাড়িত করা হবে”।
www.ndtv.com/bengali