Bengali | Edited by Joydeep Sen | Wednesday May 20, 2020
ঘূর্ণিঝড় আমফানের (Cyclone Amphan) প্রাথমিক ধাক্কায় দিঘায় ১৮০কিমি বেগে ঝড়। উপকুলবর্তী এলাকায় সমুদ্রের জলোচ্ছ্বাস বেড়েছে প্রায় ৫ মিটার (5 metres high tide) । জল বাড়ছে গঙ্গার। এদিকে, গ্রামীণ হাওড়া ও কলকাতায় ঝড়ের বেগ ৯০-১০০ কিমি। প্রস্তাবিত সময় অর্থাৎ বুধবার বিকেল ৪-৫ টার মধ্যে বাংলা উপকূলে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। ক্ষয়ক্ষতি এড়াতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ৫৩টি দলকে সজাগ রেখেছে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, সুপার সাইক্লোনের তকমা হারিয়ে এই ঘূর্ণিঝড় মারাত্মক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে স্থলভূমিতে প্রবেশ করেছে।
www.ndtv.com/bengali