Bengali | NDTV | Friday September 21, 2018
টসের সময় রোহিতের আজ প্রথম ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। এবং অধিনায়ক নিজেই আজ আবার স্বমহিমায় দাপট দেখালেন দুবাইয়ে। এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই রোহিত শর্মা (83 অপরাজিত) ব্যাটিংকে খুব সহজ একটি বিষয়ে নিয়ে এসেছেন। এবং মূলত ব্যাটিংয়ের ওপর ভর করেই ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে 7 উইকেটে আরো একটি সহজ জয় পেলো। এই ম্যাচে আজ রবীন্দ্ৰ জাদেজা 15 মাস পর একদিনের দলে ফিরে আসার পর যেভাবে সমালোচকদের জবাব দিলেন যে আগামীদিনে দিনে এশিয়া কাপের বাকি ম্যাচে তাকে দলে না রাখলে সকলে অবাক হবেই।
www.ndtv.com/bengali