Bengali | Edited by Indrani Halder | Tuesday July 7, 2020
সোমবার, কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয় যে দুই দেশের সীমান্তে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লাদাখে ভারত-চিন (India-China Stand-off) প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা সরানো নিয়ে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলোচনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার কিছু সময় পরেই সূত্র মারফৎ খবর মেলে যে, লাদাখের বিতর্কিত গালওয়ান (Galwan Valley) এলাকা থেকে পিছু হটেছে ভারত (India) ও চিনের (China) সেনাবাহিনী। এমনকী একথাও বলা হয় যে, ওই এলাকা থেকে চিন তাদের অস্থায়ী সেনাছাউনি ও কিছু অস্থায়ী কাঠামোও সরিয়ে নিয়ে গেছে। তবে যে প্রশ্নটি সকলের মনেই হয়তো ঘুরছে তা হল, চিনের এই আচরণের উপর ভরসা করা কতটা ঠিক?
www.ndtv.com/bengali