Bengali | Edited by Indrani Halder | Friday May 29, 2020
ভারত ও চিনের মধ্যে লাদাখ সহ সীমান্ত পরিস্থিতি (India-China Border Issue) নিয়ে ঠিক কী ধরণের উত্তেজনা ঘটছে সেবিষয়ে গোটা দেশকে স্পষ্ট করে জানাক কেন্দ্রীয় সরকার, শুক্রবার টুইট করে এমন প্রস্তাবই দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। চলতি মাসের শুরুর দিকে লাদাখে (India-China Border) দুই দেশের সেনার মধ্যে হাতাহাতির ঘটনা থেকে উত্তেজনা ছড়ায় । এরপরেই ভারত ও চিনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই অনেকে মনে করছেন।
www.ndtv.com/bengali