Bengali | Edited by Indrani Halder | Wednesday June 3, 2020
ভারত-চিন (India-China) সীমান্তে পূর্ব লাদাখ অঞ্চলে উত্তেজনা কমাতে আগামী ৬ জুন অর্থাৎ শনিবার দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে আলোচনা হবে, জানা গেছে সীমান্তবর্তী এলাকাতেই ওই আলোচনায় (India-China Border Problem) বসবেন দুই দেশের শীর্ষ আধিকারিকরা। গত ৯ মে, একটি ভারতীয় টহলদারী দলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চিনা সেনারা। ভারতের তরফ থেকে অভিযোগ করা হয় যে, ভারত-চিন সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে চিনের সেনাবাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রককে তখনই জানানো হয় যে মোটরচালিত নৌকাগুলির সাহায্যে পানগং হ্রদে ঘোরাফেরা করছে তাঁরা।
www.ndtv.com/bengali