Bengali | Edited by Indrani Halder | Friday October 11, 2019
আজ (শুক্রবার) ভারতে এলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। ইতিমধ্যেই চেন্নাইয়ে এসে পৌঁছেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদির (PM Narendra Modi) সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। গত বছর এপ্রিলে চিনের উহানে তাঁরা প্রথম এই ধরণের অনানুষ্ঠানিক বৈঠক করেন। সেই সময়েই চিনের প্রেসিডেন্টকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। এই দুই নেতার সাক্ষাৎ-এর পাশাপাশি বিভিন্ন কর্মসূচিও রয়েছে। জানা গেছে যে তাঁরা দুজনেই মহাবলীপুরমের মন্দিরে যাবেন যা বর্তমানে মামল্লাপুরম নামে পরিচিত।একসঙ্গে মধ্যাহ্নভোজ এবং নৈশভোজ সারার সময়েই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অনানুষ্ঠানিক (India China Informal Summit) স্তরে কথাবার্তা হবে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেই সময় তাঁদের দুজনের মধ্যে কাশ্মীর নিয়েও আলোচনা হয়। ওই বৈঠকের পর এক বিবৃতিতে চিন জানায় যে জিনপিং "জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন" এবং চিন "এই পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এমন যে কোন একতরফা পদক্ষেপের বিরোধিতা করছে"। এই বিবৃতির পরেই পাল্টা উত্তর দেয় ভারত। কেন্দ্রীয় বিদেশমন্ত্রক জানায়, চিন ভারতের অবস্থান সম্পর্কে ভালভাবেই জানে এবং "অন্য কোনও দেশের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা উচিত নয়, বলেও স্পষ্ট ভাষায় জানায় ভারত। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়ে গত মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদেও ভারতের সমালোচনা করেছিল বেজিং ।
www.ndtv.com/bengali